অশ্বিনের স্পিনে সিরিজ ভারতের

ন্যাড়া উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়ে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চমকে দিয়েছিলেন প্রায় সবাইকে। খানিক পর আরও বড় চমক দিলেন ভারতের বোলাররা। অশ্বিন-জাদেজা-রায়নারা শ্রীলঙ্কাকে গুটিয়ে দিলেন ৮২ রানেই। সেই রান তাড়া করতে খুব বেগ পেতে হয়নি ভারতকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 05:03 PM
Updated : 14 Feb 2016, 05:03 PM

তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। ৮৩ রান তাড়ায় ধোনির দল জিতে যায় ৩৭ বল বাকি রেখেই, বলের হিসেবে যা ভারতের সবচেয়ে বড় জয়।

প্রথম ম্যাচে বিব্রতকর হারে শুরু করলেও টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিল ভারতই।

মাত্র ৮ রানেই ৪ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টিতে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। এই অফ স্পিনার ছাড়িয়েছেন নিজেকেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ১১ রানে ৪ উইকেট ছিল আগের রেকর্ড।

টসের আগে বিশাখাপটনমের উইকেট দেখে ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন বললেন, ‘নিখাদ ব্যাটিং ট্র্যাক’। সেই ২২ গজেই স্পিনের মায়াজাল ছড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। লঙ্কান ব্যাটসম্যানরাও খেলা শুরু করলেন আত্মঘাতী সব শট। দুইয়ে মিলে শুরুতেই ধ্বংসস্তুপে পরিণত হলো শ্রীলঙ্কার ইনিংস।

ম্যাচের প্রথম ওভারেই দারুণ দুটি ডেলিভারিতে অশ্বিন ফিরিয়ে দেন দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকভেলা (১) ও তিলকরত্নে দিলশানকে (১)। সেই ধাক্কা সামলানোর আগে আবার জোড়া ধাক্কায় টালমাটাল শ্রীলঙ্কা। নিজের পরের দুই ওভারে অশ্বিন তুলে নেন আরও দুই উইকেট। লঙ্কান দলপতি দিনেশ চান্ডিমাল (৮) আউট হন টার্নের উল্টো দিকে অযথা উড়িয়ে মারতে গিয়ে। আম্পায়ারের সংশয়পূর্ণ সিদ্ধান্তে আউট আসিলা গুণারত্নে (৪)।

আশিস নেহরাকে পুল করে গিয়ে মালিন্ডা সিরিবর্ধনে (৪) বোল্ড হলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৫ উইকেটে ২১! দুই ছক্কায় ১৯ রান করে কিছুটা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন দাসুন শানাকা। দু অঙ্ক ছুঁয়েছেন আর কেবল থিসারা পেরেরা (১২)। সাড়ে তিন বছর পর শ্রীলঙ্কার হয়ে প্রথম খেলতে নামা দিলহারা ফার্নান্ডোকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করে লঙ্কান ইনিংস শেষ করে দেন জাসপ্রিত বুমরাহ।

৮২ রান টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ৮৭ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অশ্বিনের ৪ উইকেটের পাশে ৬ রানে ২ উইকেট সুরেশ রায়নার। জাদেজা, নেহরা, বুমরাহ নেন একটি করে উইকেট।

সহজ রান তাড়ায় ভারত হারায় শুধু রোহিত শর্মাকে (১৩)। ৪৬ রানে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান, ২২ রানে অজিঙ্কা রাহানে।

দারুণ বোলিংয়ে ম্যাচ সেরা অশ্বিন। শুধু শেষ ম্যাচে নয়, গোটা সিরিজেই দারুণ উজ্জ্বল ছিলেন এই অফ স্পিনার। প্রথম ম্যাচে মান বাঁচানো ৩১ রানের পাশাপাশি নিয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে ১৪ রানে ৩ উইকেট। শেষ ম্যাচে তো ছাড়িয়ে গেলেন নিজেকেই। সিরিজের সেরা অবিসংবাদিতভাবেই অশ্বিন।

বিশ্বকাপের আগে দুই দলেরই পরবর্তী মিশন বাংলাদেশে এশিয়া কাপ, যা শুরু হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি।