ব্যর্থ সাকিব-মুশফিক, হারল করাচি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবার ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি মুশফিকুর রহিমও। বাংলাদেশের দুই তারকার বাজে দিনে ৫ উইকেটে হেরেছে করাচি কিংস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 03:07 PM
Updated : 13 Feb 2016, 03:11 PM

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৬ রান করে করাচি। সর্বোচ্চ ৪৫ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। এছাড়া জেমস ভিন্স করেন ২৩ রান।

৫১ রানের চমৎকার ইনিংস দিয়ে পিএসএল শুরু করা সাকিবকে এখন রানের জন্য লড়াই করতে হচ্ছে। তার পরের পাঁচটি ইনিংস এমন ১৭, ২০, ১, ৯, ১০।

সাত নম্বরে নামা মুশফিক ৫ বলে ৬ রানের বেশি করতে পারেননি।

১৫ রানে চার উইকেট নিয়ে কোয়েটার সেরা বোলার গ্র্যান্ট এলিয়ট।

জবাবে ১৮ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কোয়েটা।

২৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে কোয়েটাকে জয়ের ভিত গড়ে দেন আহমেদ শেহজাদ। অধিনায়ক সরফরাজ আহমেদ খেলেন অপরাজিত ২৯ রানের আরেকটি ভালো ইনিংস। এছাড়া কেভিন পিটারসেন করেন ২৬ রান। 

শূন্য রানে মুশফিককে ক্যাচ দিয়েও বেঁচে যান সরফরাজ।

আগের ম্যাচে বলই পাননি সাকিব। কোয়েটার বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে এক উইকেট নেন তিনি।