তামিমের দারুণ ব্যাটিংয়ে পেশাওয়ারের জয়

পাকিস্তান সুপার লিগে দারুণ ছন্দে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তার ব্যাটে এগিয়ে যাচ্ছে পেশাওয়ার জালমিও। তামিমের তৃতীয় অর্ধশতকে ইসলামাবাদ ইউনাইটডেকে ৭ উইকেটে হারিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 07:37 PM
Updated : 12 Feb 2016, 07:37 PM

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫২ রান করে ইসলামাবাদ। দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ৮০ রানে অপরাজিত থাকেন তামিম। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৫৮ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। এই ইনিংস খেলার পথে রবি বোপারাকে (২১০) ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তামিম (২৩৭)।

ইসলামাবাদকে দেড়শ’ রানের সংগ্রহ এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান খালিদ লতিফের। ৪১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো একটি চার ও চারটি ছক্কায়।

এছাড়া অধিনায়ক মিসবাহ-উল-হক ৩২ ও শারজিল খান ২৮ রান করেন।

পেশাওয়ারের ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আসগর দুটি করে উইকেট নেন।

জবাবে ৯ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশাওয়ার।

মোহাম্মদ হাফিজের সঙ্গে তামিমের ৩৬ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় পেশাওয়ারকে।

ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে ভুল করেননি তামিম। শুরুতে দেখেশুনে খেলা এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান সময় গড়ানোর সঙ্গে রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দেন।

অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তামিমের সঙ্গে ৬০ রানের জুটি গড়া শহিদ ইউসুফ খেলেন ২৭ রানের ভালো একটি ইনিংস।