ভারতে নিষিদ্ধ পাকিস্তানি আম্পায়ার রউফ

পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৩ সালের আইপিএলে বাজি-কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 02:14 PM
Updated : 12 Feb 2016, 02:14 PM

আইপিএলের ষষ্ঠ আসরে ফিক্সিংয়ের অভিযোগে ভারতের সাবেক পেসার শ্রীশান্তসহ রাজস্থানের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিন জনকেই আজীবন নিষিদ্ধ করে বিসিসিআই। 
 
দলের প্রধান কর্মকর্তারা অবৈধ বাজিতে জড়িত ছিল বলে প্রমাণ মেলায় চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
 
বিষয়টি নিয়ে তদন্তের দায়িত্বে থাকা মুম্বাই পুলিশ অভিযোগপত্রে রউফকেও রাখে। তবে এই আম্পায়ারের আইনজীবী জানান, তার মক্কেল কোনো ভুল করেননি।
 
বিসিসিআই শুক্রবার এক বিবৃতিতে জানায়, ৫৯ বছর বয়সী রউফকে বাজিতে সহযোগিতা করা, ভেতরের তথ্য প্রকাশ করা আর উপহার বা অর্থ গ্রহনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
 
৪৯টি টেস্ট ও ৯৮টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করা আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার রউফ বিসিসিআইয়ের ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হননি। এর বদলে একটি লিখিত বক্তব্য পাঠান তিনি।
 
২০১৩ সালে সবশেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ পরিচালনা রউফের ভারতের বাইরে ম্যাচ পরিচালনা করতে কোনো বাধা নেই।