জিম্বাবুয়েকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন আফগানিস্তান

তারিক স্তানিকজাইয়ের অপরাজিত শতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে আইসিসির সহযোগী দেশটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 12:07 PM
Updated : 12 Feb 2016, 02:00 PM

শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৬ রান করে জিম্বাবুয়ে।

সর্বোচ্চ ৬৬ রান করেন উইলিয়াম মাশিঙ্গে। উইকেটকিপার-ব্যাটসম্যান রায়ান মারে খেলেন ৫৩ রানের আরেকটি ভালো ইনিংস।

আফগানিস্তানের জিয়া-উর-রহমান ও মুসলিম মুসা তিনটি করে উইকেট নেন।

জবাবে ৪৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

১২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানিস্তানের জয়ের নায়ক তারিক। ১০৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার ১৪২ বলের ইনিংসটি গড়া ১০টি চার ও দুটি ছক্কায়।

ছবি: আইসিসি

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারিকের সঙ্গে ৯৫ রানের জুটি উপহার দেওয়া রশিদ খান অপরাজিত থাকেন ৫৫ রানে।

পাকিস্তান-ইংল্যান্ড

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৪ রান করে ইংল্যান্ড।

সর্বোচ্চ ৮৩ রান আসে স্যাম কুরানের ব্যাট থেকে। উদ্বোধনী ব্যাটসম্যান টম মুরেস করেন ৪৭ রান।

জবাবে ৪৩ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

সর্বোচ্চ ৯৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন জিশান মালিক। অপরাজিত ৭৫ রানের আরেকটি ভালো ইনিংস খেলেন সাইফ বদর।

দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড

একাদশ স্থান নির্ধারণী ম্যাচে নিউ জিল্যান্ডকে ১৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

সর্বোচ্চ ১১৭ রান করেন ডিন ফক্সক্রফট। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন রিভালদো মুনাস্যামি।

জবাবে ৩৮ ওভার ৪ বলে ১৫০ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

সর্বোচ্চ ৪০ রান করেন ফিন অ্যালেন। উদ্বোধনী ব্যাটসম্যান রচিন রবিন্দ্রর ব্যাট থেকে ৩৯ রান।

১৪ রানে চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ভিয়ান মুল্ডার।