বাছাইপর্বের দল নিয়েই বিশ্বকাপে মেয়েরা

যে দল নিয়ে বাছাইপর্ব পার করেছে বাংলাদেশের মেয়েরা, টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অভিযানেও থাকছেন সেই দলের সবাই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 01:29 PM
Updated : 10 Feb 2016, 02:08 PM

বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেয়েদের দল ঘোষণা করেছে বিসিবি। গত নভেম্বর-ডিসেম্বরে থাইল্যান্ডে হওয়া বাছাইপর্বের স্কোয়াডে থাকা ১৪ জনই আছেন বিশ্বকাপ দলে। তবে বিশ্বকাপের দল ১৫ জনের। বাড়তি যোগ হয়েছেন সানজিদা ইসলাম।

বাছাইপর্ব থেকেই দুই অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট। ওয়ানডেতে আগের মতোই নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার সালমা খাতুন, টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে পেসার জাহানারা আলমকে।

বাছাইপর্বের ফাইনালে উঠেই টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে জাহানারা অবশ্য হেরেছিল আয়ারল্যান্ডের কাছে।

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা আছে ‘বি’ গ্রুপে। প্রথম ম্যাচ ১৫ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে। একই মাঠে ১৭ মার্চ প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০ মার্চ ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে খেলা চেন্নাইতে, ২৪ মার্চ দিল্লিতে প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশের বিশ্বকাপ দল: জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, নাহিদা আক্তার, শায়লা শারমিন, সানজিদা ইসলাম।