ট্রফি নিয়ে ভাবছেন না স্টুয়ার্ট ল

শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে থাকলেও এখনই ফাইনাল নিয়ে ভাবতে চান না স্টুয়ার্ট ল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা বলছেন, দলের মনোযোগ এখনও শুধু সেমি-ফাইনালেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 12:48 PM
Updated : 9 Feb 2016, 12:48 PM

কোয়ার্টার-ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। দেশের মাটিতে শিরোপা জয়টাও এখন খুব দূরে নয়। বৃহস্পতিবার সেমি-ফাইনালে কাঙ্ক্ষিত প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। জিতলেই ভারতের বিপক্ষে ফাইনাল আগামী রোববার।

টুর্নামেন্ট শুরুর আগে থেকে অবশ্য শিরোপা জয়ের লক্ষ্যটাকে আড়াল করে রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা। বারবার বলেছেন প্রতিটি ম্যাচ ধরে এগোনোর কথা। মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে অনুশীলণ শেষে স্টুয়ার্ট ল আবারও মনে করিয়ে দিলেন সেটি।

“ট্রফি জয়ের ব্যাপার নয়, আমরা সবকিছু ঠিকঠাক করতে চাই। প্রতিটি দিন নিশ্চিত করতে চাই ম্যাচ জয়ের মত সেরা অবস্থানে থাকা। যদি শেষের ফলাফলের কথা ভেবে আমরা উদ্বিগ্ন না হয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করি, তাহলেই এগিয়ে যাব সামনে।”

আপাতত বৃহস্পতিবারের পরে তাকাতেই চাইছেন না দলের টেকিনক্যাল উপদেষ্টা।

“আমাদের ভাবনা কিছুই বদলায়নি। আমরা বিশ্বকাপ জয় নিয়ে ভাবছি না। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচই আছে আমাদের ভাবনায়, ফাইনাল নিয়ে চিন্তিত নই।”