নিউ জিল্যান্ডকে হারিয়ে প্লেট ফাইনালে আফগানিস্তান

নিউ জিল্যান্ডকে সহজেই হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে পৌঁছেছে আফগানিস্তান। একপেশে লড়াইয়ে ৮ উইকেটে জিতেছে আইসিসির সহযোগী দেশটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 10:29 AM
Updated : 9 Feb 2016, 10:29 AM

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৫ বলে ১৩৫ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

সর্বোচ্চ ৪৮ রান করেন আট নম্বর ব্যাটসম্যান অনিকেত পারিখ। তার দৃতায় দেড়শ’ রানের কাছাকাছি যায় নিউ জিল্যান্ডের সংগ্রহ। এছাড়া জশ ক্লার্কসন ২৫ ও নাথান স্মিথ ২৩ রান করেন।

আফগানিস্তানের রশিদ খান (৩/৩০) ও শামসুর রহমান (৩/৩৭) তিনটি করে উইকেট নেন।

জবাবে ২৭ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

সর্বোচ্চ ৫০ রানে অপরাজিত থাকেন তারিক স্তানিকজাই। অধিনায়ক ইহসান উল্লাহ খেলেন ৪৭ রানের আরেকটি চমৎকার ইনিংস।

আগামী শুক্রবার প্লেট ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান।

পাকিস্তান-নেপাল

পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফ সেমি-ফাইনালে নেপালকে ১২২ রানে হারিয়েছে পাকিস্তান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৮ রান করে পাকিস্তান।

দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে ১১৭ রানের চমৎকার এক ইনিংস খেলেন হাসান মহসিন। তার ১০৬ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ৩টি ছক্কায়। এছাড়া সাইফ বদর করেন ৮৮ রান।

৫৩ রানে তিন উইকেট নিয়ে নেপালের সেরা বোলার সন্দিপ লামিছানে।

জবাবে ৪৩ ওভার ৫ বলে ১৩৬ রানে অলআউট হয়ে যায় নেপাল।

১০ ওভারে ২৯ রানে প্রথম পাঁচ উইকেট হারানো নেপাল কখনও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। প্রেম তামাংয়ের অপরাজিত ৬৫ রানের সুবাদে শেষ পর্যন্ত দেড়শ’ রানের কাছাকাছি যায় দলটির সংগ্রহ।

শতক করা মহসিন ৪২ রানে নেন ৪ উইকেট। এছাড়া ইরফান লিয়াকত ও সাইফ আলি দুটি করে উইকেট নেন।