দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্লেট ফাইনালে জিম্বাবুয়ে

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে পৌঁছেছে জিম্বাবুয়ে। একপেশে লড়াইয়ে ৮ উইকেটে জিতেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 11:15 AM
Updated : 8 Feb 2016, 11:15 AM

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৫ বলে ৯১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 
 
দলটির প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল রিভালদো মুনস্যামি (৩২)। শেষের দিকেও কেউ প্রতিরোধ গড়তে না পারায় লড়াইয়ের পুঁজি পায়নি দক্ষিণ আফ্রিকা।
 
৯ ওভারে দুটি মেডেনসহ ১০ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার রিচার্ড নগারাভা। 
 
জবাবে ২২ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। 
 
সর্বোচ্চ ৩৪ রানে অপরাজিত থাকেন জেরেমি আইভস। অপরাজিত ২৬ রানের আরেকটি ভালো ইনিংস খেলেন রায়ান মারে।
 
স্কটল্যান্ড-ফিজি
 
ত্রয়োদশ স্থান প্লে-অফ সেমি-ফাইনালে ৭৬ রানে ফিজিকে হারিয়েছে স্কটল্যান্ড।  
 
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ২২৫ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।
 
সর্বোচ্চ ৬০ রান করেন ফিনলে ম্যাকক্রেথ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে ওয়াইজ শাহর ব্যাট থেকে।
 
৪৬ রানে ৪ উইকেট নিয়ে ফিজির সেরা বোলার চাকাচাকা টিকোইসুভা।
 
জবাবে ৪২ ওভার ২ বলে ১৪৯ রানে অলআউট হয়ে যায় ফিজি। দলের হয়ে প্রায় একাই লড়েন পেনি ভুনিওয়াকা (৮০)। তবে হার এড়ানোর জন্য তার এই প্রচেষ্টা যথেষ্ট ছিল না।
 
স্কটল্যান্ডের ক্যামেরন স্লোম্যান ও ম্যাকক্রেথ তিনটি করে উইকেট নেন।