তামিমের নৈপুণ্যে পেশাওয়ারের জয়

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় অর্ধশতক করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় টানা দ্বিতীয় জয় পেয়েছে পেশাওয়ার জালমি। লাহোর কালান্দার্সের বিপক্ষে শহিদ আফ্রিদির দলের জয়টি ৯ উইকেটের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 07:28 PM
Updated : 6 Feb 2016, 07:38 PM

শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৭ রান করে লাহোর। জবাবে ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশাওয়ার।

মোহাম্মদ হাফিজের (৪৩) সঙ্গে ৯৫ রানের উদ্বোধনী জুটিতে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন তামিম। হাফিজের বিদায়ের পর ডেভিড মালানকে (১০*) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

৫৫ রানে অপরাজিত থাকা ম্যাচসেরা তামিমের ৪৭ বলের ইনিংসটি সাজানো ৭টি চারে।

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগের ম্যাচেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। সেই ম্যাচে তার ৫১ রানে ভর করে ২৪ রানে জিতেছিল পেশাওয়ার।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন লাহোরের ক্রিস গেইল। চার রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লাহোর। সেই ধাক্কা কাটিয়ে লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি দলটি।

ডোয়াইন ব্রাভোর ৩২, অধিনায়ক আজহার আলির ৩১ ও উমর আকমলের ২১ রানের সুবাদে একশ’ পার হয় লাহোরের সংগ্রহ।

পেশাওয়ারের মোহাম্মদ আসগর দুই উইকেট নেন ১১ রানে।