এশিয়া কাপে খেলবেন মুস্তাফিজ

এশিয়া কাপে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না ফারুক আহমেদ। প্রধান নির্বাচকের বিশ্বাস, টুর্নামেন্টের শুরু থেকেই দেখা যাবে তরুণ বাঁহাতি পেসারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 03:16 PM
Updated : 3 Feb 2016, 03:42 PM

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় কাঁধে চোট পান মুস্তাফিজ। এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পাকিস্তান সুপার লিগে খেলছেন না তিনি।

চোট থেকে সেরে উঠার পথে থাকা মুস্তাফিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রেখেছেন নির্বাচকরা। বুধবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক জানান, নির্দিষ্ট কিছু ডেলিভারি দিতে গেলে একটু ব্যথা লাগছে এই পেসারের।

তবে টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনায় খুব ভালোভাবে আছেন মুস্তাফিজ।

“মুস্তাফিজের চোট নিয়ে আমি যতটুকু শুনেছি, ওর চোটটা এখনও আছে। কিছু ডেলিভারি দিতে গেলে এখনও লাগছে। চোট আছে তবে আমার মনে হয়, এশিয়া কাপে কোনো সমস্যা হবে না।”