মাশরাফি-হাথুরুসিংহের চাওয়ায় ৫ পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে পেসারদের সংখ্যা চমকে ওঠার মতোই। ভারতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য পাঁচ পেসারকে চূড়ান্ত দলে রেখেছেন নির্বাচকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 02:45 PM
Updated : 3 Feb 2016, 03:33 PM

গত বছর অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনে হওয়া ওয়ানডে বিশ্বকাপ দলে ছিলেন চার পেসার। ভারতের উইকেটে স্পিনারদেরই বেশি সুবিধা পাওয়ার কথা। সেখানে পাঁচ পেসার রাখাটা বিস্ময়েরই জন্ম দিয়েছে।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময় পাঁচ পেসার রাখায় ব্যাখ্যায় অধিনায়ক-কোচের চাওয়াকেই কারণ বলে জানান প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 
 
“অধিনায়কের কিন্তু একটা ভূমিকা থাকে। তারা ম্যাচে কি চিন্তা করছে এটা আমাদের জানানো হয়। আমার মনে হয়, এই সিম বোলার নিয়ে কোচের কিছু পরিকল্পনা আছে। এ জন্যই আমরা পাঁচটা সিম বোলার নিয়েছি।” 
 
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার। 
 
বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। সেখানকার উইকেট পেসারদের জন্য সহায়ক। বিষয়টি চূড়ান্ত দল গঠনে বড় ভূমিকা রেখেছে বলে জানান সাবেক অধিনায়ক ফারুক।
 
“উইকেটটাও আমাদের মাথায় ছিল। প্রথম যেখানে খেলব সেখানে হয়তো সিমিং কন্ডিশনে খেলা হবে। তাই আমাদের সিমার দরকার হবে।”