অকল্যান্ডে অস্ট্রেলিয়ার ‘বিব্রতকর’ রেকর্ড

অকল্যান্ডে ব্যাটিং ব্যর্থতায় বিব্রতকর এক রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম বলে গুটিয়ে গেছে দলটির ইনিংস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 09:17 AM
Updated : 3 Feb 2016, 09:17 AM

বুধবার ইডেন পার্কে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৪ ওভার ২ বলে ১৪৮ রানে অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে এর আগে সবচেয়ে কম বলে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেওয়ার কৃতিত্ব ছিল ইংল্যান্ডের। ১৯৭৭ সালের ৪ জুন বার্মিংহ্যামে অতিথিদের ২৫ ওভার ২ বলে অলআউট করেছিল দলটি। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানে থেমে যাওয়া অস্ট্রেলিয়ার ইনিংস স্থায়ী হয়েছিল ১৫২ বল। 

এবার নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ম্যান হেনরির তোপে ১৪৬ বলেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

বোল্ট, হেনরির তোপে ৯ ওভারে ৬১ রানের মধ্যে ছয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২০০২ সালের পর থেকে এই প্রথম ১০ ওভারের মধ্যে ছয় উইকেট হারাল দলটি।

১৪৮ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে হারে ১৫৯ রানে।