আবির্ভাবেই রেকর্ড আবু হায়দার রনির

বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিজের করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার আবু হায়দার রনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2015, 02:54 PM
Updated : 12 Dec 2015, 03:33 PM

বিপিএল দিয়ে এবার পাদপ্রদীপের আলোয় এসেছেন হায়দার। উইকেটের পর উইকেট নিচ্ছেন কুমিল্লার হয়ে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিচ্ছেন দলকে, ঘুরিয়ে দিচ্ছেন ম্যাচের মোড়। গতিময় আগ্রাসি বোলিংয়ে কাঁপিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে। এরই পরিক্রমায় এক আসরে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী হয়ে গেলেন প্রথমবার বিপিএলে খেলতে নামা ১৯ বছর বয়সী এই পেসার।

শনিবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে এবার ১১ ম্যাচে ২১ উইকেট হলো আবু হায়দারের। গত বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আলফোনসো টমাস। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দক্ষিণ আফ্রিকার এই পেসার ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট।

প্রথম বিপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন যৌথভাবে ইলিয়াস সানি ও মোহাম্মদ সামি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার সানি, দুরন্ত রাজশাহীর হয়ে ১১ ম্যাচে ১৭ উইকেট ছিল সামির।

এবার শেষ চারের ম্যাচেই সবাইকে ছাড়িয়ে গেলেন আবু হায়দার। ফাইনাল এখনও বাকি, নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগটিও তাই থাকছে তার।