বাজে শটের আক্ষেপ সাকিবের

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটে-বলে ভুলে যাওয়ার মত পারফরম্যান্স ছিল সাকিব আল হাসানের। প্রথম কোয়ালিফায়ারে নিজের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ শোনা গেল রংপুর অধিনায়কের কণ্ঠেও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2015, 01:30 PM
Updated : 12 Dec 2015, 03:34 PM

শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৪২ রান দিয়েছেন সাকিব। পাননি কোনো উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই প্রতিপক্ষকে উপহার দিয়ে এসেছেন উইকেট। ডাউন দা উইকেটে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ছেন সীমানায়।

ম্যাচে ৭২ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বোলিং নিয়ে প্রশ্নে নিজেই ব্যাখ্যা খুঁজে পেলেন না সাকিব।

“জানি না কেন এমন হলো…উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল। এখন বর্ণনা করাটা কঠিন।”

প্রথম বলেই অমন শট খেলা নিয়ে অবশ্য আত্ম উপলব্ধির কথা জানালেন সাকিব।

“শটটি ছক্কা হলে হয়ত সবাই বলতো ভালো শট। আউট হয়েছি বলে বাজে শট। তবে সত্যি বলতে, দায়িত্ব তো অবশ্যই নিতে হবে। ওই পরিস্থিতিতে ওটা বাজে শট ছিল। আরও ভালো চিন্তা করে ব্যাটিং করা উচিত ছিল।”