গেইল-শাহরিয়ারের পথ ধরে এভিন লুইস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে প্রথম শতক এসেছিল ক্রিস গেইলের ব্যাট থেকে। দ্বিতীয় আসরে প্রথম তিন অঙ্কের দেখা পান শাহরিয়ার নাফীস। তৃতীয় আসরেও প্রথম শতকটি এসেছে আরেক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এভিন লুইসের ব্যাট থেকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 04:58 PM
Updated : 1 Dec 2015, 05:25 PM

মঙ্গলবার লুইসের অপরাজিত শতকে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারায় বরিশাল বুলস। ১০১ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের ৬৫ বলের দারুণ ইনিংসটি ৬টি ছক্কা আর ৭টি চার সমৃদ্ধ।

সব মিলিয়ে লুইসের শতকটি বিপিএলের অষ্টম। এর মধ্যে মাত্র ৬ ম্যাচ খেলে ক্রিস গেইল একাই করেন ৩টি শতক!

লুইসের ব্যাটিংও অনেককে মনে করিয়ে দিয়েছে গেইলকে। ক্যারিবিয়ানে ছক্কা মারার জন্য দারুণ পরিচিতি আছে ২৩ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারের। গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখিয়েছেন নিজের সেই ঝলক। বিপিএলে এসে অপেক্ষা করছিলেন সুযোগের। আগের ম্যাচে সুযোগ পেয়েছিলেন প্রথমবার। দারুণ এক চারে শুরু করলেও আউট হয়েছিলেন আম্পায়ারের সংশয়পূর্ণ সিদ্ধান্তে।

দ্বিতীয় ম্যাচে আর পেছন ফিরে তাকাননি লুইস। বিশাল সব ছক্কায় মাতালেন দর্শকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফরহাদ রেজাকে ছক্কা মেরে শুরু। মোশাররফ হোসেনকে উড়িয়েছেন মিড উইকেট গ্যালারিতে, নাবিল সামাদকে লং অফের ওপর দিয়ে। রায়ান টেন ডেসকাটের এক ওভারে মেরেছেন তিন ছক্কা ও দুটি চার!

৩৯ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক। পরের ৭ বলে করেছেন ৩২! উদ্বোধনী জুটির সঙ্গী রনির আউট আর নিজের শতকের সুবাস পেয়ে একটু মন্থর হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত শতক ছুঁয়েছেন ৬৪ বলে।

বিপিএলের প্লেয়ার্স বাই চয়েসের আগেই ২৩ বছর বয়সী লুইসকে দলে নেয় বরিশাল।

দ্বিতীয় ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মারকুটে এই ব্যাটসম্যান।

৩০ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম তিন অঙ্কে পৌঁছলেন লুইস। বিপিএলে চট্টগ্রামে এটাই প্রথম শতক।

বিপিএলে শতক:

নাম

রান

দল

প্রতিপক্ষ

তারিখ

ক্রিস গেইল

১১৬

বরিশাল বার্নার্স

ঢাকা গ্ল্যাডিয়েটর্স

১৪ ফেব্রুয়ারি ২০১২

ক্রিস গেইল

১১৪

ঢাকা গ্ল্যাডিয়েটর্স

সিলেট রয়ালস

১৫ ফেব্রুয়ারি ২০১৩

আহমেদ শেহজাদ

১১৩*

বরিশাল বার্নার্স

দুরন্ত রাজশাহী

২৮ ফেব্রুয়ারি ২০১২

ডোয়াইন স্মিথ

১০৩*

খুলনা রয়েল বেঙ্গলস

সিলেট রয়ালস

২৭ ফেব্রুয়ারি ২০১২

মোহাম্মদ আশরাফুল

১০৩*

ঢাকা গ্ল্যাডিয়েটর্স

খুলনা রয়েল বেঙ্গলস

১১ ফেব্রুয়ারি ২০১৩

শাহরিয়ার নাফীস

১০২*

খুলনা রয়েল বেঙ্গলস

দুরন্ত রাজশাহী

২৪ জানুয়ারি ২০১৩

ক্রিস গেইল

১০১*

বরিশাল বার্নার্স

সিলেট রয়ালস

১০ ফেব্রুয়ারি ২০১২

এভিন লুইস

১০১*

বরিশাল বুলস

ঢাকা ডায়নামাইটস

১ ডিসেম্বর ২০১৫