স্টার্কের পরিবর্তে কোল্টার-নাইল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পেসার নাথান কোল্টার-নাইলকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 03:11 PM
Updated : 1 Dec 2015, 03:11 PM

পায়ে চোট পাওয়া মিচেল স্টার্কের জায়গায় ডাক পেয়েছেন কোল্টার-নাইল। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই ডানহাতি পেসার ১৩টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন।

আগামী ১০ ডিসেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ১২ সদস্যের অস্ট্রেলিয়া দলে আছেন আরও তিন পেসার, জেমস প্যাটিনসন, পিটার সিডল ও জস হেইজেলউড।

আগামী ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট এবং ৩ জানুয়ারি তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ তো বটেই আগামী ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ড সফরেও স্টার্কের খেলা হবে না বলে জানান প্রধান নির্বাচক রড মার্শ।

অস্ট্রেলিয়ার টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, শন মার্শ, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটকিপার), পিটার সিডল, জেমস প্যাটিনসন, নাথান কোল্টার-নাইল, জস হেইজেলউড, নাথান লায়ন, স্কট বোল্যান্ড (স্ট্যান্ডবাই)