ধৈর্যর পুরস্কার সৌম্যর

ছোট লক্ষ্যই সহায়ক হয়েছে সৌম্য সরকারের। নিজেকে সামলে রেখে বিপিএলের চলতি আসরে নিজের প্রথম অর্ধশতক পেয়েছেন রংপুর রাইডার্সের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 01:50 PM
Updated : 1 Dec 2015, 01:50 PM

‘প্লেয়ার্স বাই চয়েজে’ ডাকা প্রথম খেলোয়াড় ছিলেন সৌম্য। বিস্ফোরক এই ব্যাটসম্যান প্রথম তিন ম্যাচে নিজের ইনিংস বড় করতে পারেননি। পরের দুই ম্যাচে যেতে পারেননি দুই অঙ্কেই। 
 
অবশেষে হাসল সৌম্যর ব্যাট। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দলের নয় উইকেটের জয়ে খেলেছেন ৫৬ বলে অপরাজিত ৫৮ রানের চমৎকার এক ইনিংস। তবে এই এক ম্যাচে রান পেয়ে নির্ভার হয়ে যাওয়ার কথা ভাবছেন না তিনি।
 
“সামনে আরও ম্যাচ আছে। প্লেয়ারদের ‘রিলিভড’ বলতে মনে হয় না কিছু আছে। পরের ম্যাচে আরও বেশি চাপ থাকবে।”
 
২০, ১৭, ১৮, ৭, ৫ রানের পাঁচটি ইনিংস খেলার পর ষষ্ঠ ম্যাচে এসে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। খেলা শেষে সংবাদ সম্মেলন জানান, লক্ষ্য ছোট থাকায় নিজেকে সামলে রেখে ব্যাটিং করতে পেরেছেন এদিন।
 
“আজকে রানটা একটু কম ছিল। তাই চেষ্টা করছিলাম দ্রুত আউট না হতে। একটু সময় নিয়ে খেলতে। লক্ষ্য কম ছিল, এজন্যই শট কম খেলেছি। চেয়েছিলাম উইকেটে বেশি সময় থাকতে।”