বিপিএল ‘অনুশীলন’ নিয়ে সন্তুষ্ট সৌম্য

বিপিএলে জাতীয় দলের ব্যাটসম্যানদের বেশিরভাগই এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। তবে তাতে কোনো দুর্ভাবনা নেই সৌম্য সরকারের। এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান মনে করছেন, সামনে টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বিপিএলে ভালো অনুশীলন হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 01:00 PM
Updated : 1 Dec 2015, 02:33 PM

প্লেয়ার্স বাই চয়েজে সবার আগে ডেকে নেওয়া হয়েছিল সৌম্যকে। রংপুর রাইডার্সের এই বিস্ফোরক ব্যাটসম্যান খুব একটা ভালো করতে পারছিলেন না বিপিএলের তৃতীয় আসরে। 
 
২০, ১৭, ১৮, ৭, ৫ রানের পাঁচটি ইনিংস খেলা সৌম্য মঙ্গলবার রান পেলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৯ উইকেটের জয়ে অপরাজিত ৫৮ রানের চমৎকার ইনিংস খেলেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। 
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য জানান, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচ অনুশীলন।
 
“ম্যাচ অনুশীলন অনেক বড় একটা ব্যাপার। যত ম্যাচ খেলি আমাদের জন্যই ভালো হয়। মাঠের বাইরের অনুশীনের চেয়ে ম্যাচ অনুশীলন অনেক আলাদা। ম্যাচে ব্যাটিং আর নেটে ব্যাটিংয়ের অনেক পার্থক্য। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে আমাদের জন্য, আমার জন্য, জাতীয় দলের সবার জন্য ভালো অনুশীলন হচ্ছে।”