কুবরা-রুমানার দাপটে গ্রুপ সেরা বাংলাদেশ

খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদের দারুণ বোলিংয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউ গিনি হিলা ক্রিকেট দলকে ৪১ রানে হারিয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 09:23 AM
Updated : 1 Dec 2015, 09:23 AM

এই জয়ে গ্রুপের সেরা দল হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে জাহানারা আলমের দল।

মঙ্গলবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০০ রান করে বাংলাদেশ।

সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা হক। তিনি ছাড়া প্রথম সাত ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। শেষের দিকে নিগার সুলতানা (১৪), রিতু মণি (১৩*) ও জাহানারার (১০*) ছোট্ট তিন ইনিংসে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ।

জবাবে এক বল বাকি থাকতে ৫৯ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি।

তানিয়া রুমা (১২) ও ভেরু ফ্রাঙ্ক (১৩*) ছাড়া পাপুয়া নিউ গিনির আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।

১১ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অফ স্পিনার কুবরা। লেগ স্পিনার রুমানা তিন উইকেট নেন ১৩ রানে।

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে থাকা বাংলাদেশ আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে।

অন্য সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের সেরা দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

প্রতিটি গ্রুপের সেরা দুই দল খেলবে ট্রফি সেমি-ফাইনালে, পরের দুটি স্থানে থাকা দল দুটি খেলবে শিল্ড সেমি-ফাইনালে। 

আগামী বছর ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাছাই পর্বের ট্রফির ফাইনালে উঠা দুই দল।