বোপারার অলরাউন্ড আনন্দ

ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে সিলেট সুপার স্টার্সকে প্রথম জয় এনে দিয়েছেন রবি বোপারা। দুই বিভাগে নিজের পারফরম্যান্স সমান তৃপ্তি দিচ্ছে ইংলিশ এই অলরাউন্ডারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 06:32 PM
Updated : 30 Nov 2015, 06:45 PM

সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন বোপারা। বিপজ্জনক হতে থাকা লিটন দাসকে ফিরিয়ে ভেঙেছেন উদ্বোধনী জুটি। নিজের পরের ওভারেই নিয়েছেন আরও দুই উইকেট। পরে ফিরিয়েছেন ৪৮ রান করা ইমরুল কায়েসকেও।

শেষ নয় সেখানেই। ব্যাট হাতে তিন নম্বরে নেমে উইকেটে ছিলেন শেষ ওভার পর্যন্ত। ৩৮ বলে ৫০ রান করে জিতিয়েছেন দলকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলেন প্রশ্ন হলো, নিজের কোন পারফরম্যান্স এগিয়ে রাখছেন তিনি। বোপারা বেছে নিতে পারলেন না কোনো একটিকে।

“দুটিই গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিংয়ে ওদের শুরুটা দারুণ ছিল। একটা সময় মনে হচ্ছিল এখনই ওদের না থামালে তো ১৮০ রানের বেশি তাড়া করতে হবে! উইকেট পাওয়ায় রানের গতিতে বাধ দেওয়া সম্ভব হয়েছে। ওই উইকেটগুলো পেয়েছি বলেই ১৬০ রানে আটকে রাখা গেছে ওদের।”

“ব্যটিংয়ে যখন নামলাম, ওভারপ্রতি ৯ রানের বেশি দরকার ছিল। প্রায় শেষ পর্যন্ত থাকা এবং ইনিংসজুড়ে রান রেট ধরে রাখা দারুণ ব্যাপার ছিল। মুশফিকও দারুণ এক ইনিংস খেলেছে।”

আগের ম্যাচগুলোতে রান পাননি বোপারা। এদিন তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ ফর্মে ফেরায় সহায়তা করেছে বলে জানান তিনি।

“বল একটু শক্ত থাকতেই উইকেটে যেতে পারাটা ভালো ব্যাপার ছিল। আসলে শট তো আমরা খেলতে পারিই। কিন্তু একটু সময় নিয়ে থিতু হতে পারলে ভালো হয়। আজ ওপেন করতে পারলে আরও ভালো লাগত। তবে তিন নম্বরেও সমস্যা নেই।”