বিপিএলে বোপারার অনন্য কীর্তি

বিপিএলে একই ম্যাচে অর্ধশতক ও ৪ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়েছেন সিলেট সুপার স্টার্সের ইংলিশ ক্রিকেটার রবি বোপারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 06:17 PM
Updated : 30 Nov 2015, 06:44 PM

এবারের বিপিএলে সিলেটের প্রথম জয়ের নায়ক বোপারা। টানা চার ম্যাচে হারা দলকে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে সোমবার তিনি জিতিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

বল হাতে কুমিল্লার ৫ উইকেটের ৪টিই নিয়েছেন বোপারা। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৮। এরপর ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে দারুণ এক অর্ধশতক (৩৮ বলে ৫০) করে দলকে নিয়ে গেছেন জয়ের পথে।

কোনো ক্রিকেটারের কাছ থেকে অধর্শতক ও ৪ উইকেটের মেলবন্ধন ওই প্রথম পেল বিপিএল।

এর আগে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন আন্দ্রে রাসেল। প্রথম বিপিএলে খুলনা র‌য়্যাল বেঙ্গলসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট হাতে করেছিলেন ১৫ বলে অপরাজিত ৩৭। বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন ৩৫ রানে।

এই বিপিএলেই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৫ বলে অপরাজিত ২৪ করার পর বোলিংয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান।

সাকিবের দলের বিপক্ষেই এবার ১৫ রানে ৫ উইকেট নিয়েছেন কেভন কুপার। বরিশাল বুলসের ক্যারিবিয়ান অলরাউন্ডার সেই ম্যাচে ব্যাট হাতেও করেছিলেন ১৩ বলে ২১ রান।

এই ম্যাচের আগে কুপারের সেরা টি-টোয়েন্টি বোলিং ছিল বিপিএলেই। গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১০ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতেও সেই ম্যাচে করেছিলেন ৫ বলে অপরাজিত ১৫।

তবে সবাইকে ছাড়িয়ে গেলেন বোপারা। নিজের অর্ধশতক, ৪ উইকেট ও দলের জয়’’ ইংলিশ এই ক্রিকেটার পেলেন সবই।