‘কিছু একটা’ হওয়ার আশায় ছিলেন মাশরাফি

সিলেট সুপার স্টার্সের বিপক্ষে আবু হায়দার রনির শেষ ওভার আচমকাই ম্যাচে এনেছিল নাটকীয়তা। কিছু একটা হলেও হতে পারত, বলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 06:09 PM
Updated : 30 Nov 2015, 06:45 PM

৬ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ৪ রান প্রয়োজন ছিল সিলেটের। প্রথম বলে সিঙ্গেল হলেও পরের টানা দুই বলে রবি বোপারা ও শিহান জয়াসুরিয়াক ফেরান বাঁহাতি পেসার রনি। পরের বলেই ছক্কা মেরে সিলেটকে প্রথম জয়ের স্বাদ এনে দেন নাজমুল হোসেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, ওই দুই উইকেট আশার দোলা দিয়েছিল তাদের মনেও।

“আশা সেভাবে করিনি। তবে হলেও হতে পারত…এই ধরনের ম্যাচে অনেক সময় হয়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, বোলারও সর্বোচ্চ চেষ্টা করেছে। আসলে ওই মুহূর্তে যে কোনো কিছুই হতে পারত। একটা টপ এজ হলে, কোনোভাবে আরেকটা আউট হলে...কিছু হলেও হতে পারত!”

হারের পরও অবশ্য শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারটি দলের পয়েন্ট সমান ৬, তবে রান রেটে এগিয়ে মাশরাফির দল।