হাল ছাড়ছেন না চিটাগং অধিনায়ক

প্রথম পাঁচ ম্যাচে জয় মাত্র একটি, শেষ চারে থাকার পথটা ভীষণ কঠিন চিটাগং ভাইকিংসের জন্য। তবে এখনই হাল ছাড়তে রাজি নন দলের অধিনায়ক তামিম ইকবাল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 03:55 PM
Updated : 30 Nov 2015, 06:46 PM

ঢাকায় চার ম্যাচে একটি জয় পাওয়া চিটাগং তাকিয়ে ছিলেন চট্টগ্রামের ম্যাচগুলোর দিকে। কিন্তু ঘরের মাঠেও শুরুটা ভালো হয়নি তামিমের দলের। বরিশাল বুলসের কাছে ৩৩ রানে হেরেছে তারা।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ১৭০ রান করে বরিশাল। জবাবে এক বল বাকি থাকতে ১৩৭ রানে অলআউট হয়ে যায় চিটাগং।

শুরুটা ভালো না হলেও তামিমের বিশ্বাস এখনও শেষ চারে থাকার সম্ভাবনা টিকে আছে তাদের।

“আমাদের জন্য কাজটা এখন অনেক কঠিন। পরের পাঁচ ম্যাচের অন্তত চারটা জিততে হবে। তবে ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। যে কোনো কিছুই হতে পারে। একটি ভালো ম্যাচ দরকার, এরপর সেই ‘মোমেন্টাম’ বয়ে নিতে হবে।”