আকমলের রান আউট ‘স্কুলবয় এরর’

বরিশাল বুলসের বিপক্ষে যেভাবে রান আউট হয়েছেন কামরান আকমল, তাতে বিরক্ত ও বিস্মিত তামিম ইকবাল। এভাবে আউটের ঘটনার কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না চিটাগং ভাইকিংস অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 03:31 PM
Updated : 30 Nov 2015, 06:46 PM

সোমবারই এবারের বিপিএলে প্রথম খেলার সুযোগ হয়েছিল পাকিস্তানের ব্যাটসম্যান আকমলের। চিটাগং ইনিংসের তৃতীয় ওভারে স্বদেশি মোহাম্মদ সামির বল মিড অনে ঠেলেই ছুটেছিলেন রানের জন্য। কিন্তু শেষ মুহূর্তে হুট করেই যেন কমিয়ে দিলেন গতি। এই ধরনের পরিস্থিতিতে সবাই শেষ মুহূর্তে ডাইভ দেয় বা পড়িমড়ি করে ব্যাট বাড়িয়ে দেয়। কিন্তু আকমল শেষ করলেন অলস ভঙ্গিতে। শেষ পদক্ষেপে ব্যাটও বাড়াননি। কেভন কুপারের থ্রো সরাসরি উড়িয়ে দেল বেলস।

চিটাগং অধিনায়কের সংবাদ সম্মেলনে ওই রান আউটের প্রসঙ্গ ওঠা ছিল অবধারিতই। তামিমের মুখে তখন ফুটে উঠল আক্ষেপের হাসি।

“কামরান যেভাবে আউট হলো, সেটার কোনো জবাব নেই আমার কাছে। আমি শুধু বলতে পারি যে এটা ছিল স্কুলবয় এরর।”

এই ম্যাচে ৩৩ রানে হেরে পাঁচ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পেতে হয়েছে চিটাগংকে।