ভুলের পুনরাবৃত্তির আক্ষেপ তামিমের

ক্যাচ মিসের মহড়া, রান আউটের সুযোগ হাতাছাড়া। আগের ভুলগুলোরই পুনরাবৃত্তির আক্ষেপ চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 01:53 PM
Updated : 30 Nov 2015, 06:46 PM

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঘরের দলের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম ৩ ওভারেই ৩টি উইকেট তুলে নিয়েছিল চিটাগং। কিন্তু পরে আর ধরে রাখতে পারেনি সেই চাপ। বরিশাল ১৭০ রান তুলে ম্যাচ জিতে নিয়েছে ৩৩ রানে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের কাটাছেঁড়ায় অসহায় শোনাল তামিমের কণ্ঠ।

“আমাদের শুরুটা ছিল দারুণ। এর চেয়ে ভালো আশা করা যায় না, বিশেষ করে প্রথম ৬ ওভারে। এর পর সেই পুরোনো গল্প। ক্যাচ মিস, রান আউট মিস…এসবই আমাদের অনেক ভুগিয়েছে।”

রান আউট হতে হতেও বেঁচে গিয়ে শেষ পর্যন্ত মহামূল্যবান ৫১ রান করেছেন বরিশাল অধিনায়ক মাহমুদউল্লাহ। দুই দফায় ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে ২০ বলে ৩৬ করেছেন সিকুগে প্রসন্ন। শেষ ৭ ওভারে বরিশাল তুলেছে ৯৮ রান। এল্টন চিগুম্বুরার করা ইনিংসের ১৯তম ওভার থেকেই এসেছে ১৯ রান!

“২৫ রানে মাহমুদউল্লাহর সহজ রান আউট মিস করেছি আমরা। প্রসন্ন সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেছে। আর এল্টনের ওই ওভারে তো ওরা ম্যাচ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে।”