ফেরার অপেক্ষায় রুবেল

চোটের কারণে বিপিএলের প্রথম ভাগে দর্শক হয়ে ছিলেন রুবেল হোসেন। চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার আশা করছেন সিলেট সুপার স্টার্সের এই পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 02:11 PM
Updated : 29 Nov 2015, 02:11 PM

বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজ-এ শুরুর দিকেই রুবেল হোসেনকে দলে টেনেছিল সিলেট। কিন্তু চোটের কারণে এখনও পর্যন্ত রুবেলের বিপিএল সীমাবদ্ধ ড্রেসিং রুম আর অনুশীলনেই। ম্যাচ খেলতে পারেননি একটিও।

গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফর থেকে ফিরেছিলেন চোট নিয়ে। এরপর গত ৮ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সপ্তাহ দুয়েক পরই বোলিং করতে পারবেন। সেই দুই সপ্তাহের পর আরও চার সপ্তাহ পেরিয়ে গেছে। ম্যাচ খেলার অবস্থায় আসতে পারেননি রুবেল।

অবশেষে তার ও সিলেটের অপেক্ষার প্রহর ফুরোলো বলে। রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফেরার খবর দিলেন রুবেল।

“এখন শরীর অনেক ভালো। আজ বোলিং করলাম, কালও করেছি। শতভাগ দিয়েই বোলিং করছি। কালকের ম্যাচ ইনশাল্লাহ আমি খেলব।”

রুবেলের বাইরে থাকার সময়ে চার ম্যাচের সবকটাতেই হেরেছে সিলেট। এই পেসার জানালেন, টানা হারে দল মুষড়ে পড়লেও ভেঙে পড়েনি।

“হারলে সবার মন খারাপ থাকে স্বাভাবিকভাবে। তবে খেলায় হারজিত আছেই। চারটা ম্যাচ হেরেছি আমরা, তবে এখনও ছয়টি ম্যাচ বাকি আছে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু করা সম্ভব।”