‘এই উইকেটে ৩০ বলে ৬০ করা কঠিন’

ঢাকা ডায়নামাইটনের অলাউন্ডার নাসির হোসেন বলেছেন, শের-ই-বাংলার উইকেটে ঝড়ো ইনিংস খেলা কঠিন। কুমার সাঙ্গাকারা দেখিয়েছেন কিভাবে ইনিংস গড়তে হয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 06:39 PM
Updated : 27 Nov 2015, 06:39 PM

এবারের বিপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় আছে উইকেট। মন্থর ও নীচু বাউন্সের উইকেটে রানের জন্য হাপিত্যেশ করে মরছেন ব্যাটসম্যানরা। এর মধেই শুক্রবার সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ধ্রুপদি এক ইনিংস খেলেছেন সাঙ্গাকারা।

উইকেটে গিয়ে সাঙ্গাকারা শুরুতে সময় নিয়েছেন থিতু হতে। চেষ্টা করেছেন জুটি গড়তে। বাজে বল ছাড়া শট খেলেননি। হাত খুলেছেন শেষ দিকে। শেষ পর্যন্ত ৫৬ বলে করেছেন ৭৫। অধিনায়কের ইনিংস দলকে এনে দিয়েছিল ১৬৬ রানের পুঁজি। ওই রান ছিল সিলেটের ধরাছোঁয়ার বাইরে। ঢাকা জিতেছে ৩২ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকার আইকন ক্রিকেটার নাসির বললেন, সবাইকে এই উইকেটে ব্যাটিংয়ের শিক্ষা দিয়েছেন সাঙ্গাকারা।

“এখানে কিন্তু গিয়েই মারা সম্ভব নয়। ৩০ বলে ৬০ করতে চাইলে বা বলের চেয়ে রান অনেক বেশি করতে চাইলে করা খুব কঠিন। সময় নিয়ে ইনিংসটা আস্তে আস্তে গড়ে তুলতে হবে। সাঙ্গা দেখিয়েছে সেটা কিভাবে করতে হয়।”

ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া ইনিংসটির জন্য ম্যাচ-সেরাও হয়েছেন সাঙ্গাকারা।