সাঙ্গাকারার কাছ থেকে শেখার তাগিদ মুশফিকের

মন্থর উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয়, কুমার সাঙ্গাকারার ইনিংস দেখে শিখতে সতীর্থদের তাগিদ দিয়েছেন সিলেট সুপার স্টার্স অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 06:18 PM
Updated : 27 Nov 2015, 06:18 PM

বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই যখন রানের জন্য হাহাকার, তখনই নিজের জাত মনে করিয়ে দেওয়া এক ইনিংস খেলেছেন সাঙ্গাকারা। শুক্রবার সিলেটের বিপক্ষে ৫৬ বলে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেছেলেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। ১৬৬ রান তুলে ঢাকা ম্যাচ জিতে নেয় ৩২ রানে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান কিংবদন্তির ইনিংসের উদাহরণ দিলেন মুশফিক।

“সাঙ্গা অসাধারণ খেলেছে। দেখিয়েছে, এই উইকেটে কিভাবে খেলতে হয়। চাইলে এখানেও ভালো রান করা সম্ভব। আমরা শুরু থেকেই জুটি গড়তে পারিনি। উইকেট হারিয়েছি ক্রমাগত।”

টানা চার ম্যাচ হেরে সিলেট এখন পয়েন্ট তালিকার তলানীতে। মুশফিক ঘুরে দাড়াতে তাই ভাগ্যেরও সহায়তা চাইছেন।

“আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়াতে। আশা করছি, ভাগ্যকে পাশে পাব; পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারব।”