ইচ্ছা পূরণের স্বস্তি মাশরাফির

দারুণ এক জয়ের সঙ্গে দলের রান রেটও বাড়িয়ে নিতে পারায় খুশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 12:09 PM
Updated : 27 Nov 2015, 01:23 PM

আগের ম্যাচে বরিশাল বুলসকে ৮৯ রানে গুটিয়ে ৮ উইকেটের জয় পেয়েও তৃপ্ত ছিলেন না মাশরাফি। ম্যাচের পর কুমিল্লা অধিনায়ক বলেছিলেন, ১৫ ওভারের মধ্যে জিততে পারলে ভালো হতো।

শুক্রবার পূরণ হয়েছে অধিনায়কের চাওয়া। রংপুর রাইডার্সকে ৮২ রানে গুটিয়ে দিয়ে ১১.৫ ওভারেই জিতে নিয়েছে কুমিল্লা। রান রেট বাড়িয়ে নেওয়ায় রংপুরের সমান ৬ পয়েন্ট নিয়েও শীর্ষে উঠে গেছে মাশরাফির দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, এবার জয়ের পাশাপাশি জয়ের ধরনেও তিনি খুশি।

“আমার লক্ষ্য ছিল রান রেট বাড়িয়ে নেওয়া। প্রতিপক্ষকে ৮০-৯০ রানে অলআউট করা তো প্রতিদিনই হয় না। তার পরও গত ম্যাচের পর আমরা আলোচনা করেছিলাম যে আবার কখনো এরকম সুযোগ এলে রান রেট বাড়িয়ে নিতে হবে। আজকে আমরা সেটা করতে পেরেছি।”