রংপুরের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

এক ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে বিব্রতকর এক রেকর্ড গড়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগে ব্যাট করে সবচেয়ে কম রানের সংগ্রহ গড়েছে এই দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 10:33 AM
Updated : 27 Nov 2015, 01:24 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ৮২ রানে অলআউট হয়ে যায় রংপুর।

গত বুধবার নিজেদের আগের ম্যাচেই বরিশাল বুলসকে ৮৯ রানে অলআউট করেছিল কুমিল্লা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে আগে ব্যাট করে এটাই ছিল সর্বনিম্ন রান।

এর আগে এই রেকর্ড ছিল দুরন্ত রাজশাহীর। ২০১৩ সালের আসরে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৯ উইকেটে ৯৯ রান করেছিল তারা। সেই ম্যাচ অবশ্য দুই রানে জিতেছিল দলটি।

শুক্রবার নুয়ান কুলাসেকারা-আবু হায়দারের মারাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রংপুর। দলের নয় ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছতে পারেননি।

সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে ১০ নম্বর ব্যাটসম্যান সাকলাইন সজীবের ব্যাট থেকে।

১২ রানে চার উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার কুলাসেকারা। হায়দার দুই উইকেট নেন ১৫ রানে।

রংপুরের ৮২ রান বিপিএলে দুই ইনিংস মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন রান।

বিপিএলে সর্বনিম্ন দলীয় সংগ্রহ:

দল

রান

প্রতিপক্ষ

ইনিংস

খুলনা রয়েল বেঙ্গলস

৬৭

চট্টগ্রাম কিংস

দ্বিতীয়

সিলেট রয়্যালস

৭৪

চট্টগ্রাম কিংস

দ্বিতীয়

রংপুর রাইডার্স

৮২

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রথম

ঢাকা গ্ল্যাডিয়েটর্স

৮৮/৮

চট্টগ্রাম কিংস

দ্বিতীয়

খুলনা রয়েল বেঙ্গলস

৮৯

রংপুর রাইডার্স

দ্বিতীয়

বরিশাল বুলস

৮৯

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রথম