নিষিদ্ধ সাকিবের বদলে অধিনায়ক মিসবাহ

বাংলাদেশে এর আগেও অনেকবার টস করেছেন মিসবাহ-উল-হক; সবই পাকিস্তানের হয়ে। এবার বাংলাদেশের একটি দলের হয়ে টস করলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 07:49 AM
Updated : 27 Nov 2015, 07:50 AM

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিষিদ্ধ সাকিব আল হাসানের বদলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন মিসবাহ।

বৃহস্পতিবার সিলেট সুপার স্টার্সের বিপক্ষে মাঠে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় সাকিবকে। একই ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কটুকথা বলায় পৃথক ভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয় রংপুর অধিনায়ককে।

রংপুরের প্রথম দুই ম্যাচে খেললেও সবশেষ দুই ম্যাচে একাদশে ছিলেন না মিসবাহ। অধিনায়ক সাকিব পরে সংবাদ সম্মেলনে বলেছিলেন, কৌশলগত কারণে একাদশে বিদেশি অফ স্পিনার প্রয়োজন হওয়ায় একাদশে রাখা যায়নি মিসবাহকে।

এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। তবে দেশের বাইরের কোনো দলকে নেতৃত্ব দিচ্ছেন এই প্রথম। এর আগে নেতৃত্ব দিয়েছে পাকিস্তান জাতীয় দল, পাকিস্তান ‘এ’ দল, ফয়সালাবাদ রিজিওন ও ফয়সালাবাদ উলভসকে।