সাদমান-সৈকতের প্রশংসায় সাঙ্গাকারা

ঢাকা ডায়নামাইটসের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল বোলাররাই। তবে ব্যাটিং দুরূহ উইকেট বলেই দুই ওপেনারের ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 05:05 PM
Updated : 26 Nov 2015, 05:19 PM

ঢাকার বোলাররা চিটাগং ভাইকিংসকে বেঁধে ফেলেছিলেন ৯২ রানেই। যে উইকেটে দিনভর শট খেলতে ভুগেছে ব্যাটসম্যানরা, সেখানেই দারুণ কিছু শট খেলেছেন সাদমান ইসলাম ও সৈকত আলি। দুজনই বিপিএলে খেলতে নেমেছিলেন প্রথমবার। নতুন উদ্বোধনী জুটি ৬ ওভারেই দলকে এনে দেন ৪৫ রান।

১৭ বলে ২৩ রান করেন সৈকত। দারুণ কিছু শট খেলে ৪৭ বলে ৪৫ রান করে নিজের প্রথম টি-টোয়েন্টিতেই ম্যাচ-সেরা বাঁহাতি সাদমান।

ম্যাচ শেষে ড্রেসিং রুমের বাইরে দলের জটলায় সাদমানকে জড়িয়ে ধরলেন সাঙ্গাকারা, হাত মেলালেন দলের তরুণ ওপেনারের সঙ্গে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দুই ওপেনারের কথা বললেন আলাদা করে।

“এই উইকেটে সাদমান ও সৈকত অসাধারণ ব্যাটিং করেছে। পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছে ওরা। আরেকটু আগে জিততে পারলে ভালো হতো। তবে জয়টাই আসল।”

বল হাতে ঢাকার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও নাসির হোসেন। সাঙ্গাকারা তাই প্রশংসা করলেন বোলারদেরও।

“এই টুর্নামেন্টের সবচেয়ে বিপজ্জনক উদ্বোধনী জুটি হয়ত চিটাগংয়েরই, দিলশান আর তামিম। আমাদের বোলাররা ওদের দ্রুত ফিরিয়েছে। পরেও কোনো ব্যাটসম্যানকে স্বস্তিতে খেলতে দেয়নি। নাসির, মুস্তাফিজসহ সবাই দারুণ বোলিং করেছে।”