দেশি ক্রিকেটারেই মাশরাফির ভরসা

দেশি ক্রিকেটারদের উপর ভরসা রেখেই বিপিএলের বৈতরণী পার হতে চান মাশরাফি বিন মুর্তজা। বিদেশি ক্রিকেটারদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেখছেন সহায়ক শক্তি হিসেবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 09:16 AM
Updated : 26 Nov 2015, 09:16 AM

বিপিএলে এবার প্রতি ম্যাচেই একাদশে চারজন বিদেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক। দলগুলিও তাই তাকিয়ে বিদেশিদের দিকে। তবে বিদেশিদের প্রাধান্য দিতে নারাজ মাশরাফি। কুমিল্লা অধিনায়কের ভরসার জায়গা দেশি ক্রিকেটাররাই।

বুধবার বিপিএলে টানা দ্বিতীয় জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, চ্যাম্পিয়ন হতে হলে দেশি ক্রিকেটারদেরই ভালো খেলতে হবে।

“আমাদের দলে স্থানীয় ক্রিকেটাররা অনেক ভালো। আমি আগের দুবার যখন চ্যাম্পিয়ন হয়েছি, স্থানীয় ক্রিকেটাররা অনেক ভালো করেছে। আমি ওদের দিকেই তাকিয়ে থাকি। আমি চিন্তা করি আমরা খেলব, ওরা (বিদেশিরা) আমাদের সাপোর্ট দেবে। আমরা ভালো খেললে ওদের সাপোর্ট কাজে লাগবে।”