‘১৫ ওভারে জিততে পারলে ভালো হত’

টানা দ্বিতীয় জয় পাওয়ায় খুশি মাশরাফি বিন মুর্তজা। বরিশাল বুলসের বিপক্ষে ৯০ রানের লক্ষ্যে ১৫ ওভারের মধ্যে পৌঁছতে পারলে আরও বেশি ভালো লাগতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 06:11 PM
Updated : 25 Nov 2015, 06:14 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৩ বলে ৮৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল। লক্ষ্যে পৌঁছতে ২ উইকেটের বেশি হারায়নি কুমিল্লা। কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয় ১৮তম ওভারের শেষ বল পর্যন্ত।

৮ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এই ম্যাচে রান রেট একটু বাড়িয়ে নিতে চেয়েছিলেন তিনি।

“জয় সবসময় আনন্দদায়ক। তবে চেয়েছিলাম আরেকটু পুশ করে রানরেট বাড়িয়ে নিতে। কারণ, এই খেলায় (টুর্নামেন্টে) শেষ দিকে রানরেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।”

মাশরাফির হিসাবটা সহজ, ওভারে ৬ রান করে নিলেই ১৫ ওভারে জিতে যেতে পারতেন তারা।

“আমাদের ব্যাটসম্যানরা সেরা ফর্মে নেই। ওরাও হয়ত একটু সময় কাটাতে চেয়েছে উইকেটে। সব মিলিয়ে জিতে আমি খুশি। তবে ১৫ ওভারে জিততে পারলে ভালো হত।”

১৪ বলে ১৩ রান করে ফিরে যান ইমরুল কায়েস। শুভাগত হোম চৌধুরী ১৩ বলে ১২ রানে অপরাজিত থাকেন। মাহমুদুল হাসান ৩১ রান করতে খেলেন ৪৩ বল। ৩৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। কোনো চার-ছক্কা আসেনি তার ব্যাট থেকে।