জ্বরের জন্য খেলতে পারেননি লিটন

ফর্মের জন্য বাদ পড়েননি লিটন দাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, জ্বরের জন্য বরিশাল বুলসের বিপক্ষে খেলতে পারেননি এই তরুণ ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 05:53 PM
Updated : 25 Nov 2015, 05:53 PM

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম ম্যাচে তিন রান করেন লিটন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে পরের ম্যাচে ফিরেন ৯ রান করে। বরিশালের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা হয়নি ২১ বছর বয়সী লিটনের।  

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর মাশরাফি জানান শারীরিক অসুস্থতার জন্য একাদশে ছিলেন না লিটন।

“লিটনের জ্বর। কালকে থেকেই জ্বর ছিল। জ্বর নিয়েই জোর করে খেলেছে। কিন্তু আজকে সকাল থেকে অনেক জ্বর। তারপরও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু আসলে নিজে থেকে পারছে না, খুবই অসুস্থ।”

লিটন না খেলায় ইমরুল কায়েসের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান।