আল আমিন-শহীদের শাস্তি

বিপিএলে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেন ও সিলেট সুপার স্টার্সের পেসার মোহাম্মদ শহীদকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 04:13 PM
Updated : 25 Nov 2015, 04:15 PM

বিসিবির আচরণবিধির ২.২.৭ ধারা ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে এই দুই পেসারকে, যেখানে বলা হয়েছে ‘অগ্রহযোগ্য আচরণ ও ইচ্ছাকৃতভাবে শারীরিক সংঘর্ষের’ কথা। এই ধারায় দোষী সাব্যস্ত হলে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানা অথবা এক ম্যাচ বহিষ্কার করার নিয়ম।

আল আমিন ও শহীদকে বহিষ্কার না করে করা হয়েছে জরিমানা। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ৪০ হাজার টাকা জরিমানা গুণতে হবে আল আমিনকে, শহীদের জরিমানা ৩০ হাজার টাকা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার বরিশাল ও সিলেটের ম্যাচে। বরিশাল ইনিংসের শেষ ওভারে আল আমিনকে আউট করে তার দিকে এগিয়ে যান শহীদ। ক্রিজ ছাড়ার পথে আল আমিন গিয়ে ধাক্কা দেন শহীদকে, উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। পরে আম্পায়ারদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

হ্যাটট্রিকসহ আল আমিনের ৫ উইকেটে ওই ম্যাচে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বরিশাল।