৮ ব্যাটসম্যান খেলানোর ব্যাখ্যা সাকিবের

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আট ব্যাটসম্যান খেলানোর ব্যাখ্যা দিয়েছেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের অধিনায়ক জানিয়েছেন, উইকেটের ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 01:10 PM
Updated : 25 Nov 2015, 02:56 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ৬৯ রানে জেতা ম্যাচে রংপুর আট নম্বরে নামায় জহুরুল ইসলামকে, যিনি ঘরোয়া ক্রিকেটে খেলেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। 
 
ব্যাটিং শক্তি বাড়ানো রংপুর দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রানের বড় সংগ্রহ গড়ে।
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, একাদশ গঠনের সময় তাদের ভাবনায় ছিল এই উইকেটে কারা ভালো করতে পারবেন।
 
“(টানা খেলা থাকায়) আরও ক্লান্ত হবে উইকেট। কিন্তু কিছু করার নেই। এটার সঙ্গে মানিয়ে নিয়েই কম্বিনেশন করতে হবে আমাদের। এ রকম উইকেটে যারা ভালো খেলতে পারে, তাদের খেলানো হবে।”
 
“যেন সবাই স্বাধীনতা নিয়ে ব্যাট করতে পারে তার জন্যই আজকে আমাদের ব্যাটিং গভীরতা বেশি ছিল। এই পরিকল্পনার কারণেই ৮-৯ জন ব্যাটসম্যান ছিল আমাদের,” যোগ করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। 
 
রংপুর বড় সংগ্রহ গড়লেও ভালো করতে পারেনি ঢাকা। দুই বল বাকি থাকতে ১০৭ রানে অলআউট হয়ে যায় কুমার সাঙ্গাকারার দল। এর জন্য উইকেটও একটা কারণ বলে মনে করেন চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে সবচেয়ে বড় ধাক্কাটা দেওয়া সাকিব।
 
“দুপুরে উইকেট তরতাজা থাকে, বল ব্যাটে ভালো আসে। সময় গড়ালে উইকেট মন্থর হচ্ছে। পরের দিকে ব্যাটিং করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে।”