‘শক্তি’ ছাড়াই ম্যাচ-সেরা সাকিব!

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স অধিনায়ক তবু বলছেন, এখনও তিনি অসুস্থ, শরীরে নেই শক্তি!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 01:06 PM
Updated : 25 Nov 2015, 02:56 PM

বিপিএলে নিজের সেরা বোলিং করেছেন সাকিব মঙ্গলবার। প্রথমবারের মতো পেয়েছেন ৪ উইকেট। এর আগে ব্যাট হাতেও খেলেছেন ১৫ বলে অপরাজিত ২৪ রানের কার্যকরী এক ইনিংস। বিপিএলের আগের দুই আসরেই ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনি; এবারের আসরে তৃতীয় ম্যাচে এসে ম্যাচ-সেরা হলেন প্রথমবার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো, ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন কিনা। কিন্তু সাকিব শোনালেন চমকে দেওয়ার মত কথা।

“শরীরে কোনো শক্তি নাই এখনও। ১৫টা বল খেলেছি, ৩-৪টা ছয় মারার বল ছিল। মারতে পারিনি। আসলে দেশে ফেরার পর এখনও জেট ল্যাগ কাটেনি। অসুস্থতা আছে, ডিসেন্ট্রি আছে। ঠাণ্ডাও লেগেছে সব কিছু মিলিয়ে শরীরে শক্তি নেই।”

বিপিএলে তিনটি ম্যাচ খেলে ফেললেও সাকিব অনুশীলন করতে পারেননি এখনও একদিনও। সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটিয়ে বিপিএলের প্রথম ম্যাচের দিনই দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে। ফ্লাইট দেরির কারণে সকাল ১১টায় পা রেখেছেন বাংলাদেশে, বিমানবন্দর থেকে সরাসরি মাঠে এসে টস করতে নেমেছিলেন দুপুর দেড় টায়।

ম্যাচ ছিল টানা দুই দিন। একদিন বিরতির পর আবার ম্যাচ বুধবারে। প্রথম ম্যাচে স্বাভাবিকভাবেই ছিলেন বিবর্ণ। মাত্র ২ ওভার বোলিং করেছিলেন, ২২ রানে উইকেট পাননি। পরের ম্যাচে আউট হলেন মাত্র ৬ রানে, তবে বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট।

অবশেষে মঙ্গলবার সাকিবের চেনা অলরাউন্ড পারফরম্যান্স। যদিও শরীর এখনও সুস্থ নয় পুরোপুরি। তবে সাকিবের ধারণা, এই পারফরম্যান্স তাকে আত্মবিশ্বাস জোগাবে।

“শক্তি না থাকলে কিছু করার সম্ভব নয়। এজন্যই ব্যাটিংয়ে এখনও ধুঁকতে হচ্ছে। পিঠেপিঠি ম্যাচ, অনুশীলনেরও সুযোগ নেই। আজকে ২৫ রান করেছি খুব ভালো ব্যাটিং না করেই। তবে এটা একটু হলেও আত্মশ্বিাস দেবে। আশা করি, আজকের পর ব্যাট হাতেও অবদান রাখতে পারব। বোলিং তো ভালোই হচ্ছে।”