আফগানদের হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভারতে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 08:58 AM
Updated : 25 Nov 2015, 08:58 AM

প্রথম তিন ম্যাচের সবকটি জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে ভারত। বাংলাদেশ ভারতের কাছে হেরেছে দুটি ম্যাচেই; তবে আফগানদের বিপক্ষে দুই জয়ে ফাইনালে উঠল মেহেদি-নাজমুলরা।

বুধবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে আফগানদের ৯৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। যথারীতি স্পিনেই কাবু আফগানিস্তান। অফ স্পিনার সাঈদ সরকার নিয়েছেন ৬ রানে ৩ উইকেট, বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ নিয়েছেন ৩২ রানে ৩ উইকেট।

বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট। নতুন বল হাতে নিয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি।

অধিনায়ক পরে ব্যাট হাতে করেছেন অপরাজিত ৩৭। সহ-অধিনায়ক নাজমুল হোসেন অপরাজিত ছিলেন ৩৮ রানে। দুই ওপেনার সাইফ হাসান (৮) ও জয়রাজ শেখ (৭) আউট হয়েছিলন শুরুতেই। তৃতীয় উইকেটে মিরাজ ও নাজমুলের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে বাংলাদেশ জিতে যায় ২৪.৩ ওভারে।

টুর্নামেন্টের ফাইনাল আগামী রোববার।