মাহমুদউল্লাহর টোটকায় আল আমিনের হ্যাটট্রিক

অধিনায়ক মাহমুদউল্লাহর কথা শুনে ইনসুইঙ্গার দিয়ে বিপিএলে হ্যাটট্রিক করছেন বরিশাল বুলসের আল আমিন হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 06:27 PM
Updated : 24 Nov 2015, 06:27 PM

বিপিএলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন আল আমিন হোসেন। মঙ্গলবার ৩৬ রানে ৫ উইকেট নিয়ে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন বরিশাল বুলসকে।

নিজের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেন আল আমিন। রবি বোপারাকে কট বিহাইন্ড করার পরের বলে দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন নুরুল হাসানকে।

হ্যাটট্রিক বলে স্ট্রাইকে ছিলেন বাংলাদেশের সবচেয়ে আঁটসাঁট ব্যাটসম্যানদের একজন মুশফিক। ওই বল করার আগে আল আমিনকে গিয়ে কিছু একটা বলেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটা সবাইকে শোনালেন আল আমিন।

“অধিনায়ক বলেছিলেন, ‘তুই হ্যাটট্রিকের চিন্তা করিস না। নিজের বলটা কর, ভালো জায়গায় থাকলে এমনিতেই কাজ হবে।”

পাশে বসে থাকা মাহমুদউল্লাহ তখন আল আমিনের দিকে তাকিয়ে হাসিমুখে বললেন, ‘আর আমি যে বলে দিলাম বল ভেতরে ঢোকাতে!”

সবার হাসির রোলের মাঝেই হাসতে হাসতে অধিনায়ককে কৃতিত্বটা দিলেন আল আমিন।

“হ্যাঁ, অধিনায়ক আমাকে বলেছিলেন মুশফিককে বল ভালো জায়গায় রেখে ভেতরে ঢোকালে কাজ হতে পারে।”

ভালো জায়গাতেই ছিল বল, দারুণ ভাবে কাট করে ঢুকেছে ভেতরে। খুব ভালো টেকনিকের ব্যাটসম্যান হয়েও মুশফিক ছিলেন অসহায়, করার ছিল সামান্যই। বোল্ড এবং আল আমিনের হ্যাটট্রিক!