এমন কিছুই মনে হয়নি আল আমিনের!

বিপিএলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেও খুব বেশি রোমাঞ্চ জাগেনি আল আমিন হোসেনের মনে!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 06:09 PM
Updated : 24 Nov 2015, 06:09 PM

মঙ্গলবার সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টানা তিন বলে নিয়েছেন উইকেট। ৩৬ রানে ৫ উইকেট নিয়ে ১ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন বরিশাল বুলসকে।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হ্যাটট্রিক নিয়ে বাড়তি উচ্ছ্বাস ধরা পড়ল না আল আমিনের কণ্ঠে।

“এমন কিছু মনে হয়নি হ্যাটট্রিক করে…আগেও করেছি তো!”

বিপিএলে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক হলেও টি-টোয়েন্টিতে এর আগেও হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন আল আমিন। সেদিন এমন এক কীর্তি গড়েছিলেন, যেটির নজির টি-টোয়েন্টি ক্রিকেটে আর নেই। ২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-টোয়েন্টিতে টানা চার বলে নিয়েছিলেন উইকেট!

ইউসিবি-বিসিবি একাদশের হয়ে সিলেটে সেদিন এক ওভারেই নিয়েছিলেন ৫ উইকেট। ম্যাচ ফিগার ছিল ১৭ রানে ৫ উইকেট। আল আমিনের ইঙ্গিত ওই ম্যাচের দিকেই।

তবে সেই হ্যাটট্রিক ছিল ইনিংসের শেষ ওভারে, উইকেটগুলো ছিল লোয়ার অর্ডারদের। এবার আল আমিনের হ্যাটট্রিকের তিন শিকারই ভালো ব্যাটসম্যান। রবি বোপারাকে দিয়ে শুরু, পরের শিকার নুরুল হাসান, মুশফিকুর রহিমকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ।

হ্যাটট্রিকের চেয়েও আল আমিন বেশি রোমাঞ্চিত দলের জয়ে।

“টার্গেট অনেক কম দিতে পেরেছিলাম আমরা। অধিনায়ক মাঠে নামার আগে আমাদের বলেছিলেন যে হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। আমরাও নিজেদের উজার করে দিয়েছি।”