‘ভাগ্য বীরদের পাশেই থাকে’

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পথে ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, ‘ফরচুন ফেভারস দ্য ব্রেভ!’

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 03:06 PM
Updated : 24 Nov 2015, 03:33 PM

মঙ্গলবার চিটাগংয়ের বিপক্ষে ১৭৭ রান তাড়ায় পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন মাশরাফি। ৩২ বলে ৫৬ রানের অসাধারণ এক ইনিংসে দলকে জিতিয়েই ফেরেন কুমিল্লার অধিনায়ক।

তবে ভাগ্যকেও পাশে পেয়েছিলেন মাশরাফি। দুই দফায় বেঁচে যান তিনি ক্যাচ দিয়ে। আরও দুই দফায় বেঁচে যান তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি স্বীকার করেছেন, এদিন ভাগ্য ছিল তার পাশে।

“আমি আত্মবিশ্বাসী ছিলাম। তবে ভাগ্য অবশ্যই ছিল গুরুত্বপূর্ণ। আউট হয়ে যতে পারতাম। কিন্তু আস্কিং রান রেট ১২-১৪ হয়ে গেলে পরে গিয়েও লাভ হতো না। আমাদের কিছু একটা করতেই হতো। ভাগ্যক্রমে ভালো করতে পেরেছি।”

তবে মাশরাফির বিশ্বাস, ভাগ্যকে পাশে পাওয়া তার প্রাপ্যই ছিল।

“আমার কাছে ওই সিদ্ধান্ত (ব্যাটিংয়ে ওপরে উঠে আসা) খুব সাহসী ছিল। তখনও অলক বাইরে ছিল, জাইদি ছিল। তবে আমি বিশ্বাস করি, ভাগ্য বীরদেরই পাশে থাকে।”