মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশের নারী ক্রিকেট দলের নাম ঘোষণা করেছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 04:29 PM
Updated : 23 Nov 2015, 04:29 PM

১৪ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন পেসার জাহানারা আলম। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ দিয়ে দুই অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট। ওয়ানডেতে সালমা খাতুনকে অধিনায়ক রেখে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হয়েছে জাহানারাকে।

২৮ নভেম্বর থেকে ব্যাংককে ৮ দলকে নিয়ে হবে বাছাইপর্ব। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও স্বাগতিক থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, চীন ও নেদারল্যান্ডস। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।

দুই ফাইনালিস্ট যোগ্যতা অর্জন করবে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

২৮ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, পর দিন খেলা স্কটল্যান্ডের বিপক্ষে। ১ ডিসেম্বর প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। ৩ ডিসেম্বর হবে দুটি সেমি-ফাইনাল, ৫ ডিসেম্বর ফাইনাল।

আগামী বৃহস্পতিবার বাছাইপর্ব খেলতে দেশ ছাড়বেন জাহানারা-সালমারা। দেশের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিল বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ দল: জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, নাহিদা আক্তার, শায়লা শারমিন।