ব্যাটসম্যানদের সতর্ক করলেন মাশরাফি

ছোট্ট পুঁজি নিয়েও প্রাণপণ লড়াই করায় মাশরাফি বিন মুর্তজার প্রশংসা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা। কিন্তু লড়াই করার মতো পুঁজি গড়তে না পারায় ব্যাটসম্যানদের সতর্কবার্তা দিয়েছেন অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 05:34 PM
Updated : 23 Nov 2015, 03:05 AM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় কুমিল্লা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ব্যাপারটা মানতে পারছেন না মাশরাফি।

“আসার সময় কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা হচ্ছিল, প্রথম ম্যাচের দ্বিতীয় ম্যাচে উইকেট অনেকটা মন্থর হয়ে পড়েছিল। উইকেট যতই মন্থর হোক এই ব্যাটিং..। আসলে প্রথম ৬ ওভারে আমরা অনেক বেশি শট খেলেছি।”

প্রথম ম্যাচের রান উৎসবের জন্যই কি ব্যাটসম্যানরা বেশি শট খেলেছে? এমন প্রশ্নের জবাবে ব্যাটসম্যানদের কাছ থেকে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশার কথা জানান মাশরাফি।

“এভাবে শট খেললে সমস্যা হবে। আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটসম্যানদের সে সময়ে বুঝেশুনে ব্যাটিং করা দরকার ছিল। শুরু থেকেই ১৯০ রানের লক্ষ্য করলে এটা খুব কঠিন।