আবুল হাসানকে কৃতিত্ব দিলেন সাঙ্গাকারা

জয় দিয়ে বিপিএল শুরু করেছে ঢাকা ডায়নামাইটস। অধিনায়ক কুমার সাঙ্গাকারা জয়ের বড় একটা কৃতিত্ব দিয়েছেন পেসার আবুল হাসানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 05:17 PM
Updated : 22 Nov 2015, 05:37 PM

বিপিএলের উদ্বোধনী দিনে যে উইকেটে প্রথম ম্যাচে ছিল রান বন্যা, সেই উইকেটেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১১০ রানে বেধে ফেলে ঢাকা ডায়নামাইটস। নতুন বলে দারুণ বোলিং করে শুরুটা করেছিলেন আবুল হাসান। ভালো বোলিং করেছেন পরে তার সতীর্থরাও।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পেসার ও দলের অন্য বোলারদের প্রশংসা ঝরল অধিনায়ক কুমার সাঙ্গাকারার কণ্ঠে।

“আমার মনে হয়, ওদেরকে অল্প রানে বেধে ফেলাটা ছিল আমাদের খুব ভালো পারফরম্যান্স। আবুল হাসান দারুণ বোলিং করেছে। ভালো করেছে অন্য বোলাররাও।”

ম্যাচের প্রথম ওভারেই ইমরুল কায়েসকে ফেরান হাসান। দ্বিতীয় ওভারে আউট করেন শুভাগত হোমকে। শেষ স্পেলে এসে ফেরান বিপজ্জনক হতে থাকা মাশরাফি বিন মুর্তজাকে। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হাসানই।

এই রান তাড়াতেও অবশ্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ঢাকাকে। সাঙ্গাকারা দায় দিলেন মন্থর হয়ে যাওয়া উইকেটকে।

“১৬ বা ১৭ ওভারের মধ্যে জিততে পারলে আমাদের হয়ত আরও ভালো লাগত। তবে উইকেট একটু মন্থর হয়ে গিয়েছিল। নাসির জামশেদ ভালো ব্যাট করেছে।”

৪৪ বলে ৪৪ করেছেন জামশেদ। সাঙ্গাকারা নিজেও খেলতে পারেননি স্বচ্ছন্দে। বিপিএল অভিষেকে ২৫ রান করেছেন ২৯ বলে।