ক্যাচ হাতছাড়ার আক্ষেপ তামিমের

সীমানায় দুটি সহজ ক্যাচ পেয়েছিলেন আসিফ আহমেদ। দুবারই মুঠো গলে বেরিয়ে যায় বল। এর চড়া মাশুল দিতে হয়েছে চিটাগাং ভাইকিংসকে। অধিনায়ক তামিম ইকবালও মনে করছেন, সেই দুটি ক্যাচ হাতছাড়া না হলে খেলার চিত্রটা ভিন্ন হত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 01:21 PM
Updated : 22 Nov 2015, 02:12 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা রংপুর রাইডার্সের দ্বিতীয় ওভারেই প্রথম সুযোগটি হাতছাড়া করেন আসিফ। 
 
তাসকিন আহমেদের প্রথম বলে শূন্য রানে জীবন পান সৌম্য সরকার। অফ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করে ডিপ স্কয়ার লেগে আসিফকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ক্যাচ আসিফের মুঠো থেকে বের হয়ে শেষ পর্যন্ত চারও হয়ে যায়।
 
এই চার দিয়েই বড় লক্ষ্য তাড়া শুরু করে রংপুর। সৌম্য শেষ পর্যন্ত ৯ বলে ২০ রান করে ফিরেন। 
 
শেষ ওভারে ভুল সংশোধনের সুযোগ আসে আসিফের সামনে। শফিউল ইসলামের করা তৃতীয় বলে সুইপার কাভারে ক্যাচ দেন ড্যারেন স্যামি। কিন্তু এবারও বল তালুবন্দি করতে পারেননি এই তরুণ। সেই বলে দুই আর পরের বলে চার হাঁকিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্যামি। 
 
শেষ বলে ২ উইকেটে হারের পর ক্যাচ দুটির কথা মনে পড়লেও একে খেলার অংশ বলেই মেনে নিচ্ছেন তামিম।
 
“ক্যাচ দুটি হাতছাড়া না হলে..। আমাদের দুটি ক্যাচের মূল্য দিতে হয়েছে। যে কারোর হাত থেকেই ক্যাচ ছুটতে পারে। এটা খেলারই অংশ।” 
 
দুবার সুযোগ হারানো আসিফ অধিনায়ককে পাশেই পাচ্ছেন।
 
“রাতুল (আসিফ) খুব ভালো ফিল্ডার। আমি পরের ম্যাচেও একই জায়গায় (সুইপার কাভার/ডিপ স্কয়ার লেগ) ফিল্ডিংয়ে রাখব তাকে।”