দুই ঢাকার রোমাঞ্চকর লড়াইয়ে মেট্রোর জয়

লক্ষ্য মাত্র ৯১, সেই রান তাড়াতেও ত্রাহি মধুসূদন অবস্থা! দুই ঢাকার রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ হাসি ঢাকা মেট্রোর। ঢাকা বিভাগকে তারা হারিয়েছে ৩ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 12:11 PM
Updated : 13 Oct 2015, 12:11 PM

প্রচণ্ড চাপের রান তাড়ায় শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে মাহমুদউল্লাহর অভিজ্ঞতা। এক প্রান্ত আগলে রেখে দলকে জিতিয়েই ফিরেছেন ঢাকা মেট্রো অধিনায়ক (৪৫*)।

বিফলে গেছে মোশাররফ হোসেনের দারুণ বোলিং। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪ উইকেট। কিন্তু ম্যাচে ৯ উইকেটেও জেতাতে পারেননি দলকে।

ব্যাট হাতে অমূল্য ইনিংস খেলার আগে মাহমুদউল্লাহ বল হাতেও নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে ছিল প্রতিপক্ষের সর্বোচ্চ রান করা রকিবুল হাসানের উইকেটও।

সকালে আগের দিনের ৪ উইকেটে ৬৫ রান নিয়ে খেলতে নামে ঢাকা বিভাগ। রকিবুল ও নাদিফ লাঞ্চ পর্যন্ত কাটিয়ে দিয়েছিলেন নিরাপদেই। কিন্তু বিরতির পরই পালাবদল, আচমকা দমকা হাওয়ায় এলোমেলো ঢাকা বিভাগের ব্যাটিং।

নাদিফকে ফিরিয়ে ৪৮ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙেন অফ স্পিনার শরিফউল্লাহ। এরপরই হুড়মুড় করে ভেঙে পড়ে ঢাকা বিভাগের ইনিংস। শরিফউল্লাহ-মাহমুদউল্লাহ-সানির ত্রিমুখি স্পিন আক্রমণে ১১ রানে হারায় তারা শেষ ৬ উইকেট!

৯১ রানের লক্ষ্যে নেমে প্রথম ইনিংসে শতক করা শামসুর রহমানকে প্রথম ওভারেই হারায় মেট্রো। সেটা কেবলই শুরু, একপ্রান্তে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ দেখতে থাকেন সতীর্থ ব্যাটসম্যানদের আসা-যাওয়া। ৩৫ রানেই নেই ৫ উইকেট!

বল হাতে সাফল্যের পর শরিফউল্লাহ ব্যাট হাতেও সঙ্গ দেন মাহমুদউল্লাহকে। ষষ্ঠ উইকেটে ৩৪ রানের জুটি গড়েন দুজন, ম্যাচের প্রেক্ষাপটে যা অনেক বড়!
মোশাররফ তবু লড়াই চালিয়ে গেছেন, আউট করেছেন শরিফউল্লাহ-সানিকে। কিন্ত হারাতে পারেননি মেট্রোর অধিনায়ককে। শরীফকে চার মেরে মাহমুদউল্লাহ জয় এনে দিয়েছেন দলকে, নিজে জিতেছেন স্নায়ুর যুদ্ধে।
এবারের লিগে মেট্রোর এটি প্রথম জয়, ঢাকা বিভাগের প্রথম হার। তবে পয়েন্ট টেবিলে এখনও মেট্রোর (২৪) ওপরে ঢাকা বিভাগ (২৭)। ৩৩ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের শীর্ষে আছে খুলনা বিভাগ।


সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩২৭

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩৫২

ঢাকা বিভাগ ২য় ইনিংস: ৬৯.৫ ওভারে ১১৫ (রকিবুল ১৮, নাদিফ ২৫, মোশাররফ ৩, সগির ০, শরীফ ৫, নাজমুল ১, মাহবুবুল ১*;

শহিদুল ১১-৩-১৯-২, আসিফ ৬-২-১২-০, শরিফউল্লাহ ১৩.৫-৭-২১-৪, আরাফাত সানি ২৫-১৩-২৬-২, ইলিয়াস সানি ৩-০-৯-০, মাহমুদউল্লাহ ১১-৩-২৬-২)।

ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৩২.৫ ওভারে ৯৩/৭(শামসুর ০, সৈকত ১৪, আসিফ ১, মাহমুদউল্লাহ ৪৫*, মার্শাল ৬, মেহরাব ০, শরিফউল্লাহ ১৪, ইলিয়াস সানি ৬, জাবিদ ৫*; মাহবুবুল ৫-১-৭-১, নাজমুল ৭-১-১৬-১, ৭.৫-০-২৮-১, মোশাররফ ১৩-২-৪১-৪)।

ফল: ঢাকা মেট্রো ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: শামসুর রহমান।