চট্টগ্রামে শেষ দিন বৃষ্টির দাপট

অনুমিত ড্রই হয়েছে চট্টগ্রাম-বরিশালের জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ। শেষ দিন ছিল বৃষ্টির দাপট, খেলা হয়েছে মাত্র পৌনে দুই ঘণ্টা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 11:50 AM
Updated : 13 Oct 2015, 11:50 AM

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের তৃতীয় রাউন্ডের এই ম্যাচ শুরু হয় বেলা সোয়া দুইটায়। ৯ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় বরিশাল।
 
তৌহিদুল ইসলামকে বোল্ড করে দিনের একমাত্র উইকেটটি নেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ।
 
৭ উইকেটে ৪৬৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করা চট্টগ্রাম পায় ১২১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫২ রান করে চট্টগ্রাম। বেলা চারটার দিকে দুই অধিনায়ক ড্র মেনে নেন। তামিম ইকবাল ২৪ ও নাফিস ইকবাল তখন ২৩ রানে অপরাজিত ছিলেন। 
 
প্রথম ইনিংসে ১৩৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তামিম। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
চট্টগ্রাম প্রথম ইনিংস: ৪৬৭/৭ ডিক্লে.
 
বরিশাল প্রথম ইনিংস: ৮৭.৩ ওভারে ৩৪৬ (নাফীস ৪৪, শাহিন ৩৮, মাহমুদ ৩৪, সালমান ৫১, আল আমিন ৭২, সোহাগ ২৯, নুরুজ্জামান ২৪, মনির ২৭, সালেহ ৬, কবির ০*, তৌহিদ ১; মনির ১৩-২-৬১-২, সাইফুদ্দিন ১৩-১-৬০-৩, ইফতেখার ২৫-২-৯৯-২, নাইম ১৮-৩-৬৫-০, নাবিল ১৪.৩-২-৪৪-১, মুমিনুল ৪-১-৯-০ )।
 
চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস: ২৩ ওভারে ৫২/০ (তামিম ২৪*, নাফিস ২৩* )।
 
ফল: ড্র।
 
ম্যাচ সেরা: তামিম ইকবাল।