ডি ভিলিয়ার্সের জরিমানা

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে এবি ডি ভিলিয়ার্স ও দক্ষিণ আফ্রিকা দলকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 01:22 PM
Updated : 12 Oct 2015, 01:22 PM

রোববার কানপুরে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে ৫ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ছিল তুমুল গতি। কিন্তু ওভার রেটে গোটা দলই ছিল মন্থর। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ও গোটা দলকে গুণতে হচ্ছে তাই জরিমানা।

ম্যাচ রেফারি ক্রিস ব্রডের হিসেবে নির্ধারিত সময় শেষেও ২ ওভার বাকি ছিল দক্ষিণ আফ্রিকা দলের। অধিনায়ক ডি ভিলিয়ার্সকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ, অন্যদের ২০ শতাংশ।

মন্থর ওভার রেটের কারণে জরিমানা গোণার অভিজ্ঞতা নতুন নয় ডি ভিলিয়ার্সের জন্য। এক বছরের মধ্যে মন্থর ওভার রেটের কারণে দু দফা অভিযুক্ত হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন তিনি, যেটি কার্যকর হয় গত বাংলাদেশ সফরে প্রথম ওয়ানডেতে। এখন আগামী এক বছরে আর একবার অভিযুক্ত হলে আবারও নিষিদ্ধ হতে হবে আরেক ম্যাচ।

প্রথম ম্যাচে ৭৩ বলের অপরাজিত শতকে ম্যাচ-সেরা হয়েছিলেন ডি ভিলিয়ার্স। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ইন্দোরে, আগামী বুধবার।